নীলফামারীতে পিপিআর ও ক্ষুরা রোগের টিকা প্রদানের শুভ উদ্বোধন

প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২০

এ জি মুন্না , নীলফামারী ॥

মুজিব শতবর্ষ উপলক্ষে পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরা রোগ নিয়ন্ত্রন প্রকল্প আওতায় ছাগল ও ভেড়ার বিনামূল্যে নীলফামারীতে পিপিআর রোগের টিকা প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর)সকালে পঞ্চপুকুর গাবেরতল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা প্রাণিসম্পদ দপ্তরের বাস্তবায়ন ও পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরা রোগ নিয়ন্ত্রন প্রকল্প, প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগীতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মোন্নাক্কা আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার, জেলা মৎস কর্মকর্তা আশরাফুজ্জামান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইটাখোলা ইউপি চেয়ারম্যান হাফিজুর রশিদ মঞ্জু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহিদুল ইসলাম প্রমূখ।
এসময় ৩শত ছাগলকে পিপিআর ভ্যাকসিন প্রদান করেন।




error: Content is protected !!