নীলফামারীতে সাংবাদিকের উপর হামলা, হামলাকারী গ্রেপ্তার

প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ণ, জুন ১৬, ২০২০

এ জি মুন্না- নীলফামারী জেলা প্রতিনিধিঃ চাঁদা না দেওয়ায় দৈনিক আমাদের সময়ের নীলফামারী জেলা প্রতিনিধি রেজাউল করিম রঞ্জুর ওপর মলায় কুমার রায় ভোলা নামের এক ব্যক্তি হামলা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে ১৪ জুন রবিবার সন্ধা ৬টায়।

এ ঘটনায় রাতেই থানায় অভিযোগ দেন রঞ্জু। এর পরপরই পুলিশ অভিযুক্তকে আটক করে।

মামলা সূত্রে জানা যায়, রঞ্জু প্রতিদিনের মতো রবিবার সন্ধ্যায় নীলফামারী রামগঞ্জ বাজার নিউজ অফিসে পেশাগত দায়িত্ব পালন করছিলেন। এ সময় সদর উপজেলার টুপামারী ইউনিয়নের দাউদ পূর্বপাড়ার মৃত পঞ্চানন সরকারের ছেলে মলায় কুমার রায় ভোলা রঞ্জুর অফিসে প্রবেশ করে ২শ টাকা চাঁদা দাবি করেন। এতে অস্বীকৃতি জানালে মলায় চড়াও হন রঞ্জুর ওপর এবং ভাঙচুর করেন চেয়ার, টেবিল, ক্যামেরা, ল্যাপটপ, মোটরসাইকেল ও অন্যান্য আসবাবপত্র।

এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন নীলফামারী জেলায় কর্মরত সব সাংবাদিক।

নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আল-আমিন আসামি গ্রেপ্তার করায় সদর থানার ওসি মমিনুল ইসলামকে ধন্যবাদ জানান।

সদর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে আসামিকে রাতেই পুলিশ থানায় নিয়ে আসে। আদালতের মাধ্যমে গতকাল তাকে জেলা কারাগারে পাঠানো হয়। ঘটনাটি তদন্ত করে বিচারের আওতায় আনা হবে বলেও জানান তিনি।




error: Content is protected !!