এ জি মুন্না- নীলফামারী জেলা প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে ৬৬ পদাতিক ভিভিশন রংপুরের খোলাহাটি সেনানিবাসের ১৯মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারির ব্যবস্থাপনায় ২শ’ গর্ভবতী মা ও শিশুদের বিনামুল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ প্রদান করা হয়। পাশাপাশি সংগ্রহ করা হয় করোনা নমুনা।
রোববার (২৬ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে নীলফামারী রাবেয়া বালিকা বিদ্যানিকেতন প্রাঙ্গনে এ কর্মসুচী পালন করা হয়। লে. কর্ণেল হাসমত উল্লাহ খানের নেতৃত্বে চিকিৎসা সেবা দিয়েছেন, শিশু রোগ বিশেষজ্ঞ লে. কর্ণেল আফরোজা আখতার, স্ত্রী রোগ ও ধাত্রী বিদ্যা বিশেষজ্ঞ লে. কর্ণেল মেহেরিন মজিদ, মেডিকেল অফিসার ক্যাপ্টেন দিলরুবা ইয়াসমিন।
অধিনায়ক ৪৫ ফিল্ড এ্যাম্বুলেন্স লে. কর্ণেল হাসমত উল্লাহ খান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শত বর্ষ উপলক্ষ্যে আমরা নীলফামারীতে দ্বিতীয়বারের মতো গর্ভবতী মা ও শিশুদের চিকিৎসা সেবা প্রদান এবং বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে আসছি। আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।।