মোঃ মেজবাউল হোসেন, নীলফামারী (ডিমলা) প্রতিনিধি:
❝শুধু বেচে থাকা থেকে সমৃদ্ধির পথে যাত্রা❞ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এর আয়োজনে ১৭তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৪ পালিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার নুরী’র সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার, এমপি।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নীরেন্দ্রনাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়শা সিদ্দিকা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হালিম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে অতিথিগণ তাদের বক্তব্যে বলেন, অটিজমসহ অন্য সব বিশেষায়িত শিশু বা ব্যক্তির জন্য সমাজের মূল স্রোতধারার ব্যক্তির সমান সুযোগ নিশ্চিতকরণের পাশাপাশি মা-বাবা কিংবা দেখভালের জন্য দায়িত্ববান অতি আপনজনহীন পৃথিবীতে সুন্দর ভবিষ্যৎ নির্মাণের পরিকল্পনা প্রণয়নে সরকারসহ সংশ্লিষ্ট সবাইকে খুব দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
এসব বিশেষ শিশু বা ব্যক্তি সমাজের বোঝা না হয়ে সমবয়সী স্বাভাবিক বিকশিত মানুষের মতো যেন খেলাধুলা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে, হাসতে পারে, বাঁচতে পারে, বাঁচার মতো বাঁচতে পারে এবং সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারে, সেটি নিশ্চিত করাই হোক এবারের অটিজম সচেতনতা দিবসের মূল লক্ষ্য।