নীলফামারী ডোমারে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২২

এ জি মুন্না / নীলফামারীঃ
নীলফামারীর ডোমারে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। হরিনচড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে মিস্ত্রীপাড়া নামক স্থানে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসার আনিচ্ছুজ্জামানের সভাপতিত্বে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক (ডিডি) আবু বক্কর সিদ্দিক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার মাজেদুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ফরহাদুল হক।

আরও উপস্থিত ছিলেন উপ সহকারী কৃষি অফিসার নাজির হোসেন, মুকুল চুন্দ্র রায়, অনুষ্ঠানে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় সরিষা, চাষাবাদে কৃষকদের উদবুদ্ধ করনে ব্যাপক আলোচনা করেন অতিথি বৃন্দ। অনুষ্ঠানে কৃষি দপ্তরের বিভিন্ন পর্যায়ে কর্ম কর্তাগন উপস্থিত ছিলেন।

কৃষক আজিজুল ইসলাম অনুষ্ঠানে শতাধিক কৃষক কৃষাণীর উপস্থিতিতে জানান, নিজের খাওয়ার তেলের জন্য হলেও হামার কৃষকের সরিষা চাষ করা ভীষণ দরকার।




error: Content is protected !!