নোয়াখালীতে একই পরিবারের ১১ জনসহ করোনা শনাক্ত ৩৯, মোট আক্রান্ত ৮৮০ জন।
মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি।
নোয়াখালীতে বাবা-মেয়ে ও একই বাড়ির ১১ জনসহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৩৯ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৮৮০ জন।
শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছে জেলা সিভিল সার্জন অফিস।সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, নতুন শনাক্তদের মধ্যে সদরে ১ জন ও বেগমগঞ্জ উপজেলায় ৩৮ জন রোগী রয়েছেন।
জেলায় মোট আক্রান্ত ৮৮০ জন। তার মধ্যে সুস্থ হয়েছেন ৯৭ জন। মারা গেছেন ২৪ জন আর আইসোলেশনে রয়েছেন ৭৫৯ জন রোগী। জেলায় মোট আক্রান্তদের মধ্যে বেগমগঞ্জে ৪২১, সদরে ১৯৮, কবিরহাটে ৬৮, সেনবাগে ৫৬, চাটখিলে ৫৫, সোনাইমুড়ীতে ৪৭, সুবর্ণচরে ২১, কোম্পানীগঞ্জে ৮ ও হাতিয়ায় ৬ জন। বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার দাস বলেন, গত ২৪ ঘণ্টায় উপজেলায় নতুন করে আরও ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চৌমুহনী পৌরসভার একজন কাউন্সিলর ও তার মেয়েসহ তাদের বাড়ির ১১ জন সদস্য রয়েছেন।
আক্রান্তদের প্রায় সবাই চৌমুহনী পৌরসভার বাসিন্দা। তাদের শারীরিক অবস্থার পরিপ্রেক্ষিতে আইসোলেশনের ব্যবস্থা করা হবে।