নোয়াখালীতে করোনা ভ্যাকসিন না পেয়ে বিক্ষোভ, কর্মকর্তারা বলছেন ভ্যাকসিন সঙ্কট

প্রকাশিত: ১:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২১

মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে করোনা ভ্যাকসিন না পেয়ে বিক্ষোভ মিছিল করেছে স্বাস্থ্য বিভাগ থেকে এসএমএস পাওয়া ভ্যাকসিন প্রত্যাশীরা। দুপুরে বেগমগঞ্জ উপজেলার ৩০ শয্যা বিশিষ্ট কোভিড আইসোলেশন ইউনিটের সামনে এই বিক্ষোভ হয়।
উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে এসএমএস পাওয়া কয়েকশ’ ভ্যাকসিন প্রত্যাশী বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত কোভিড হাসপাতালের সামনে জড়ো হয়। তবে হাসপাতালের প্রধান গেইটসহ সবগুলো কক্ষই ছিল তালাবদ্ধ, কাছাকাছি কর্তব্যরত কেউই ছিল না বলে দাবি তাদের। এ সময় দূর-দুরান্ত থেকে আসা ভ্যাকসিন প্রত্যাশীরা চরম ভোগান্তির শিকার হয়। এতে ক্ষিপ্ত হয়ে হাসপাতালের সামনেই বিক্ষোভ করেন তারা।তবে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার অসিম কুমার জানান, ভ্যাকসিনের সঙ্কট থাকায় দেয়া যায়নি। আমরা বিষয়টি অবগত করে গতকালই মাইকিংসহ বিভিন্ন প্রচারণা চালিয়েছি। এরপরও মানুষ চলে আসলে আমাদের কী করার আছে। তবে দ্রুত সময়ের মধ্যেই ভ্যাকসিন সঙ্কট কেটে যাবে বলে জানান এই স্বাস্থ্য কর্মকর্তা।




error: Content is protected !!