
মোঃইব্রাহিম নোয়াখালী জেলা প্রতিনিধি।
নোয়াখালীর সুবর্ণচরে এক গৃহবধূকে চার টুকরো করা লাশ উদ্ধারের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার ছেলে হুমায়ূন কবিরকে (২৮) আটক করেছে পুলিশ। গতকাল ৭ অক্টোবর, বুধবার রাতে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন।তিনি জানান, ঘটনার পরিপ্রেক্ষিতে সন্দেহজনক হওয়ায় গৃহবধূ নূরজাহানের ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
এর আগে গতকাল ৭ অক্টোবর, বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার চরজব্বার ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর জাহাজমারা গ্রামের একটি ধানক্ষেত থেকে নূরজাহান বেগম (৪২) নামের ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নূর জাহান বেগম উপজেলার চরজব্বার ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত আব্দুল বারেকের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই গৃহবধূকে চার টুকরো করে হত্যা করা হয়েছে। তবে এখন পর্যন্ত তার শরীরের বুক ও পায়ের অংশ খুঁজে পাওয়া যায়নি।নিহত নূর জাহানের ছেলে হুমায়ন ঘটনার পর জানিয়েছিলেন, বুধবার ভোর থেকে তার মা নিখোঁজ ছিলো। এরপর বিকেলের দিকে এক নারী ধানক্ষেতের শামুক খুঁজতে গিয়ে টুকরো করা মরদেহ দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হয়।
এরপর মরদেহের পাশে শামুকের ব্যাগ দেখে মায়ের মরদেহ শনাক্ত করেন তিনি।