নোয়াখালীতে চাঁদাবাজির অভিযোগে এসআই প্রত্যাহার

প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২১

মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি।
নোয়াখালীর বেগমগঞ্জে চাঁদাবাজির অভিযোগে পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে।নোয়াখালীর পুলিশ সুপার কার্যালয়ের আদেশ অনুযায়ী রোববার সন্ধ্যায় তাকে প্রত্যাহার করে নোয়াখালী পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম রোববার রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।ওই পুলিশ সদস্যের নাম তৌহিদুল ইসলাম। তিনি বেগমগঞ্জ মডেল থানার এসআই হিসেবে দায়িত্ব পালন করছিলেন।স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, চলমান কঠোর লকডাউনের মধ্যে গত পাঁচ-ছয় দিন ধরে এসআই তৌহিদুল বেগমগঞ্জের জমিদার হাট বাজারের প্রধান সড়কে নেমপ্লেট ছাড়া পুলিশের পোশাকে বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায় করছিলেন।রোববার বিকেলে যানবাহনে চাঁদাবাজি নিয়ে স্থানীয়দের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে তাকে একটি দোকানে আটক করে থানায় খবর দেন।বিকেল সাড়ে ৪টার দিকে বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় আনেন।পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন জানান, সড়কে চাঁদাবাজির অভিযোগ ওঠায় তাৎক্ষণিকভাবে অভিযুক্ত এসআই তৌহিদুলকে প্রত্যাহার করা হয়।
নোয়াখালীর এসপি শহীদুল ইসলাম জানান, তৌহিদুলের বিরুদ্ধে মৌখিক অভিযোগ পেয়ে তাকে নোয়াখালী পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
এ ঘটনায় একটি তদন্ত কমিটি করা হবে। তদন্ত কমিটির প্রতিবেদন পেলে পরবর্তী সময়ে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।




error: Content is protected !!