নোয়াখালীতে ডিপ্লোমা পড়ুয়া ছাত্রকে কুপিয়ে হত্যা আটক ২

প্রকাশিত: ১০:৩৩ পূর্বাহ্ণ, অক্টোবর ১১, ২০২২
মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী জেলা শহরের মাইজদী বাজার আনসার ক্যাম্প সংলগ্ন সড়কে কামরুল হাসান যোবায়ের (১৮) নামে ইঞ্জিনিয়ারিং পড়ুয়া এক ছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে দুইজনকে আটক করেছে। সোমবার রাতে যোবায়েরের ভাড়া বাসার অদূরে এ ঘটনা ঘটে।নিহত যোবায়ের বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের আলাদীনগর এলাকার মো. কামাল উদ্দিনের ছেলে। সে নোয়াখালী আইডিয়াল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের সিভিল টেকনোলজির প্রথম বর্ষের ছাত্র।দুই ভাই এক বোনের মধ্যে যোবায়ের দ্বিতীয়। বাবার চাকরির সুবাদে আনসার ক্যাম্প সংলগ্ন চন্দ্রপুর এলাকায় স্ব পরিবারে ভাড়া থাকেন তারা।
স্থানীয় ও যোবায়েরের পারিবার সূত্রে জানা যায়, সকালে ছোট ভাই-বড় ভাই ইস্যুতে রাকিব নামে এক কিশোরকে থাপ্পড় দেয় যোবায়ের। তারই জের ধরে রাকিব ও তার  দুই ভাই আহাদ, পিয়াসসহ আরো কিছু বখাটে মিলে যোবায়েরকে মারধর করার জন্য পাহারা দিতে থাকে। এমন খবর পাওয়ায় যোবায়ের বাসা থেকে বের হচ্ছিল না। হঠাৎ সন্ধ্যায় লাদেন নামে যোবায়েরের এক বন্ধু তাকে ফোন করে বাসা থেকে ডেকে নেয়। বাসা থেকে বের হওয়ার কিছুক্ষণ পর বাসার অদূরে নোয়াখালী শিশু পরিবার সংলগ্ন এলাকায় রাকিব, আহাদ ও পিয়াসসহ আরো ১০-১৫ জন যোবায়েরকে এলোপাতাড়ি মারধর করে এবং এক পর্যায়ে ছুরিকাঘাত করে চলে যায়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহ দুইজনকে আটক করে। এ ঘটনায় অপরাপর জড়িতদের আটক করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।



error: Content is protected !!