নোয়াখালীতে নতুন করে আরো ১৩৪ জনের করোনা শনাক্ত মারা গেছে আরও ২জন

প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২১

মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি।
নোয়াখালীতে গত ২৪ঘন্টায় নতুন করে আরও ১৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় ৪৩৮ জনের নমুনা পরীক্ষায় এ ফল পাওয়া যায়। এতে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩০ দশমিক ৫৯ শতাংশ।এ ছাড়াও গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে আরো দুইজন। এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৭ জনে।আজ পর্যন্ত জেলায় মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এগারো হাজার ৮৩৬ জন। মোট আক্রান্তের হার ১১ দশমিক ৭৮ শতাংশ। জেলায় এই নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৭ জনে। এর মধ্যে সদর উপজেলায় মারা যায় ২৭জন, সুবর্ণচরে ৪জন, বেগমগঞ্জ ৫০জন, সোনাইমুড়ীতে ৮জন, চাটখিল ১৪জন, সেনবাগে ২০জন, কোম্পানীগঞ্জ ৪জন, কবিরহাটে রয়েছে ২০জন। মৃত্যুর হার ১দশমিক ২৪ শতাংশ।
মঙ্গলবার ( ৬ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন ডা. মোঃ মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করে। এর আগে সোমবার রাত ১২টায় জেলা সিভিল সার্জনের কার্যালয় এই সব তথ্য তাদের ফেইসবুক অ্যাকাউন্টেও প্রকাশ করে।
ডা.মাসুম ইফতেখার জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৩৫জন, সুবর্ণচরে ৬জন, বেগমগঞ্জ ১৯জন, সোনাইমুড়ীতে ১২জন, চাটখিল ১০জন, সেনবাগ ৯জন, কোম্পানীগঞ্জ ২৮জন, কবিরহাটে ১৫জন রয়েছেন। এদিকে সুস্থ হয়েছেন ৭ হাজার ৫৭০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৩ দশমিক ৯৬ শতাংশ।অপরদিকে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা চার হাজার ১১৯ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ৫১ জন ও আইসোলেশনে রয়েছেন ১৯ জন।




error: Content is protected !!