নোয়াখালীতে বাড়ছে সংক্রমণ, নতুন শনাক্ত ১২৮

প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, জুন ২৭, ২০২১

মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী জেলায় করোনাভাইরাসের প্রকোপ দিন দিন বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এ জেলায় করোনা আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ১২৮ জন। এ হিসেবে আক্রান্তের হার ২৮ দশমিক ৯৬ শতাংশ।শনিবার (২৬ জুন) সকালে জেলা সিভিল সার্জন ডা. মো.মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করে জানান, নতুন আক্রান্তদের মধ্যে ৫৪ জন সদর উপজেলার, সুবর্ণচরে তিনজন, হাতিয়া দুইজন, বেগমগঞ্জে ১৯জন, সোনাইমুড়ীর আটজন, চাটখিলের দুইজন, সেনবাগ চারজন, কোম্পানীগঞ্জে ২৩জন ও কবিরহাটের ১৩জন রয়েছেন।তিনি আরও জানান, এছাড়া সুস্থ হয়েছেন ৭ হাজার ৪১০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৮ দশমিক ৫৩ শতাংশ। জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দশ হাজার ৮১৩ জন। মোট আক্রান্তের হার ১১ দশমিক ১৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৫ জনে। মৃত্যুর হার এক দশমিক ২৫ শতাংশ। এরমধ্যে সদর উপজেলায় মারা যায় ২৬ জন, সুবর্ণচরে দুইজন, বেগমগঞ্জে ৪৭ জন, সোনাইমুড়ীতে আটজন, চাটখিল ১৩ জন, সেনবাগে ১৭ জন, কোম্পানীগঞ্জে চারজন ও কবিরহাটে ১৮ জন।এছাড়া জেলায় আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা তিন হাজার ২৬৮ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ৪৬ জন ও আইসোলেশনে রয়েছেন ১৫ জন। এদিকে নোয়াখালী পৌরসভাসহ ছয়টি ইউনিয়নে চলমান লকডাউন শনিবার (২৬ জুন) ভোর ৬টা থেকে আরও সাত দিন বাড়ানো হয়েছে।জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নোয়াখালী পৌরসভা, চৌমুহনী পৌরসভা ছাড়াও সদর উপজেলার নেয়ান্নই, বিনোদপুর, কাদির হানিফ, নেয়াজপুর, অশ্বদিয়া ও নোয়াখালী ইউনিয়ন, বেগমগঞ্জ উপজেলার মীর ওয়ারিশপুর ও একলাশপুর ইউনিয়নে বিশেষ লকডাউন কার্যকর রয়েছে।




error: Content is protected !!