মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি।
নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়ন থেকে মো. আবদুল্যাহ (৪২) নামের এক ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন। শুক্রবার (২ এপ্রিল) সন্ধ্যা ৭টা পর্যন্ত ওই ব্যবসায়ীর সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার সকালে ওই ব্যবসায়ীর ভাগিনা আশরাফুল ইসলাম বাদী হয়ে সেনবাগ থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছেন। ব্যবসায়ী আবদুল্যাহ নবীপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের করুণা চৌধুরী বাড়ীর ফয়েজ আহমদের ছেলে। তিনি স্থানীয় বকশীরহাট বাজারে ওয়ালটন কোম্পানীর পরিবেশক ও ইলেকট্রনিক্স ব্যবসায়ী।
ওই ব্যবসায়ীর স্ত্রী হাছিনা আক্তার জানান, গত বুধবার সকাল সাড়ে ৮টার দিকে আবদুল্যাহ বাড়ি থেকে বের হয়ে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে বকশীরহাট বাজারে যান। দুপুরে তিনি ব্যবসায়িক কাজে দোকান থেকে বের হয়ে ফেনী যাওয়ার পথে অপহরণ হন। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তার ব্যবহৃত ফোন থেকে একটি ফোনকল আসে। কিন্তু হ্যালো বলার সাথে সাথে ফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বর্তমানে তার ব্যবহৃত দুটি মুঠোফোন বন্ধ রয়েছে। তবে তাকে কে কী কারণে অপহরণ করেছে তা জানা যায়নি।
এ বিষয়ে সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধা বলেন, নিখোঁজ ব্যবসায়ীকে উদ্ধারের জন্য চেষ্টা চলছে।