নোয়াখালীতে সনাক্ত ৩৭ জন, মৃত্যু ২মোট আক্রান্ত ১৪৭৫, লকডাউন না মানায় জরিমানা।

প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, জুন ১৭, ২০২০

মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে ১ দিনে করোনা ভাইরাসে ২ জনের মৃত্যৃ ও নতুন করে আরোও ৩৭ জনের দেহে করোনা ভাইরাস সনাক্তসহ সুস্থ হয়েছে-৬৭ জন। এনিয়ে জেলায় মোট মৃত্যু-৩৮ জন ,আক্রান্ত -১৪৭৫ জন, ও সুস্থ হয়েছেন ৫৩৯ জন। বুধবার ১৭ই জুন সকাল ১১ টায় বিষয়টি নিশ্চিত করেছেন নতুন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার। তিনি বলেন, গত ১৪ ও ১৫ই জুন তাদের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) করোনা ল্যবে পাঠানো হয়। পরে ১৬ই জুন রাতে তাদের রিপোর্ট আসলে তাতে করোনা পজিটিভ আসে। ল্যাবে এ পর্যন্ত স্যাম্পল প্রেরন ৮৫৪৬ টি, প্রাপ্ত ফলাফল- ৭৫৮১টি। আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ৪০ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে অস্থায়ী করোনা ভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। ৮৫৮ জন নিজ নিজ বাড়ীতে চিকিৎসা সেবা নিচ্ছেন। করোনার সংক্রমণ ও মৃত্যৃ বেড়ে যাওয়ায় নোয়াখালীর সদর, বেগমগঞ্জ ও কোম্পানীগঞ্জ উপজেলায় লকডাউন চলছে। লকডাউনে না মেনে দোকান খোলা রাখায় ও রাস্তায় অবাধে চলাচল করার অপরাধে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান সহ গাড়ী চালকদের সর্বমোট ৪৫৩৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত




error: Content is protected !!