নোয়াখালীতে ৯ অটোরিকশা চোর গ্রেপ্তার

প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, জুন ২০, ২০২২
মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১১। এসময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে চারটি ব্যাটারিচালিত অটোরিকশা, ১৫টি ১২ ভোল্টের ব্যাটারি ও চোরাই অটোরিকশা বিক্রয়লব্ধ নগদ ষোল হাজার টাকা উদ্ধার করা হয়।রোববার (১৯ জুন) ভোর রাতে চৌমুহনী পৌরসভার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‌্যাব।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- চৌমুহনী পৌরসভা ৪নম্বর ওয়ার্ডের মো. মঈন (৩২) মো. ফারুক (২৬) মো. সোহেল (৩৯) মো. পলাশ (৩৬) সোলাইমান ভুট্টু (৪০) মো. কামরুল হোসেন টিপু (২৬) মো. শাহাদাত হোসেন রিপন (৪৫), মো. আহসানুজ্জামান ফয়সাল (৩৫) ও মো. আ. আরশাদ (২৯)।র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো.শামীম হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, গত ১৩ জুন অটোরিকশা চালক মো. গিয়াস উদ্দিনের অটোর যাত্রী সেজে অটোটি চুরি করেন মো. মঈন, ফারুক, সোহেল, পলাশ ও মোরশেদ। অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তার আসামিরা অটোরিকশা চোর সিন্ডিকেটের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবত ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর জেলা থেকে অটোরিকশা চুরি করে আসছে। এরপর সোলাইমান ভুট্টুর গ্যারেজে রাতারাতি অটোরিকশার আকার, আকৃতি, রং ও অন্যান্য পরিবর্তন করে নতুন অটোরিকশায় পরিণত করে অধিক মূল্যে বিক্রয় করে তারা। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার জন্য অভিযোগকারী মো. গিয়াস উদ্দিন বেগমগঞ্জ থানায় বাদী হয়ে এজাহার দায়ের করেন।



error: Content is protected !!