নোয়াখালী সুবর্ণচরে ফেরিওয়ালার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, মে ১৮, ২০২১

মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি।
নোয়াখালীর সুবর্ণচরে বুদ্ধি প্রতিবন্ধী এক শিশুকে (১০) ধর্ষণের অভিযোগ উঠেছে মো: সোহাগ (২৪) নামে এক ওষুধ ফেরিওয়ালার বিরুদ্ধে।মঙ্গলবার দুপুরে এ ঘটনায় ভুক্তভোগী শিশুর ভাই অভিযুক্ত মো: সোহাগের বিরুদ্ধে চরজব্বার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। নির্যাতিত শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।অভিযুক্ত ধর্ষক লক্ষ্মীপুর জেলার রামগতি থানার আলেকজেন্ডার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শিক্ষা গ্রামের মো: মজনুর ছেলে।পরিবার ও মামলা সূত্রে জানা যায়, ধর্ষক সোহাগ অটোরিকশাযোগে বিভিন্ন স্থানে ফেরি করে ওষুধ বিক্রি করে। সোমবার অভিযুক্ত সোহাগ তার অটোরিকশা নিয়ে উপজেলার বেড়িরমাথা এলাকায় বিকেল ৪টার দিকে ফেরি করে ওষুধ বিক্রি করতে যায়। ওই সময় ওষুধ ফেরিওয়ালা বুদ্ধি প্রতিবন্ধী শিশুটিকে একা পেয়ে পাশের খালের ব্রিজের নিচে জোর পূর্বক ধর্ষণ করে। এ সময় ঘটনা স্থলের পাশ দিয়ে এক প্রতিবেশী যাওয়ার সময় ঘটনাটি দেখতে পেলে ধর্ষক সোহাগ দৌঁড়ে পালিয়ে যায়।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জিয়াউল হক জানান, ওই প্রতিবন্ধীর ভাই নারী ও শিশুনির্যাতন দমন আইনে থানায় মামলা করেছেন। পুলিশ অভিযুক্ত আসামিকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।




error: Content is protected !!