মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি।
নোয়াখালীর সেনবাগে নকল ঔষধ প্রস্তুত করার অপরাধে মোঃনুরনবী নামের এক যুবককে এক বছরের কারাদন্ড ও নকল ঔষধ বিক্রি এবং মওজুদ করার অপরাধে মোশারফ হোসেন নামের এক ফামের্সী মালিককে এক লক্ষ টাকা অর্থদন্ড জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ক্ষেমালিকা চাকমা।মঙ্গলবার বার রাতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষেমালিকা চাকমা গোপন সংবাদের ভিত্তিতে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের দিলদার মার্কেটের মেসার্স আজাদ মেডিকেল হল নামের একটি ফামের্সীতে অভিযান চালিয়ে বিপুর পরিমান নকল ঔষধ জব্দ করে। এসময় নকল ঔষধ প্রস্তুত করে বাজারে সরবরাহ করার অপরাধে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের উত্তর সাহাপুর গ্রামের খালেক ডাক্তার বাড়ির আবদুর খালেকের ছেলে মোঃ নুর নবীকে এক বছরের কারাদন্ডাদেশ প্রদান করে তাকে কারাগারে প্রেরনের জন্য সেনবাগ থানা পুলিশের নিকট সোপার্দ করে। অপরদিকে নকল ঔষধ মওজুদ ও বিক্রির অপরাধে কাবিলপুর ইউনিয়নের মইজদীপুর গ্রামের আবুল খায়েরের ছেলে মেসার্স আজাদ মেডিকেল হল নামের ফামের্সী মালিক মোশারফ হোসেনকে একলক্ষ টাকা জরিমানা করে। অভিযানের সময় সেনবাগ থানার এসআই সাইফুল ইসলাম সহ বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত ছিলেন।