মোঃ ইব্রাহিম,নোয়াখালী প্রতিনিধি।
নোয়াখালীর সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার করোনার সম্মুখ যোদ্ধা মোঃ সাইফুল ইসলাম মজুমদার করোনায় আক্রান্ত হয়েছেন।
তিনি শারিরীক অসুস্থতা অনুভব করলে করোনা পরীক্ষার জন্য নমুনা সরবরাহ করেন। পরবর্তীতে বুধবার নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালেে পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তার করোনা পজেটিভ আসে।
এরপর থেকে তিনি সেনবাগের জেলা পরিষদ ডাক বাংলোয় হোন আইসুলেশনে চলে যান।
তার অবর্তমানে দায়িত্ব পালন করছেন, সেনবাগ উপজেলা সহকারী কমিশনার ( ভূঁমি) ক্ষেমালিকা চাকমা।
সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম মজুমদার দেশব্যাপী করোনা ভাইরাসের বিস্তার শুরু হলে। তিনি সেনবাগের জনগণকে ওই ভাইরাস থেকে মুক্ত রাখতে তিনি নিজের জীবনের ঝুকি নিয়ে দিনরাত সমান তালে উপজেলার একটি পৌরসভা ও নয়টি ইউনিয়নের হাট বাজারে জনগণকে সচেতন করেছেন। কিছু ক্ষেত্রে মোবাইলকোটও পরিচালনা করে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে আজ তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।