নোয়াখালী সেনবাগ পৌরসভার পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন।

প্রকাশিত: ১:২৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২১

মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উন্নয়নের অংশ হিসেবে সারা দেশের ৩০টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন শীর্ষক প্রকল্পের আওতায় সেনবাগ পৌরসভার সহযোগিতায় আজ শুক্রবার সকাল ১১টায় সেনবাগ পৌর শহরের আমতলী মেলা নামক এলাকায় সেনবাগ পৌরসভার পানি শোধনাগার সহ পানি সরবরাহ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। উক্ত ভিত্তি প্রস্তর স্থাপন করেন- সেনবাগ পৌরসভার মেয়র- আবু জাফর টিপু।এতে বক্তব্য রাখেন- জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (নোয়াখালী)- পলাশ চন্দ্র দাস,সেনবাগ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান গোলাম কবির। এসময় উপস্থিত ছিলেন,নোয়াখালী-২ আসনের এমপি’র স্থানীয় প্রতিনিধি- কামাল উদ্দিন চৌধুরী,সেনবাগ পৌরসভার ৩নং (দক্ষিণ অর্জুনতলা) ওয়ার্ডের কমিশনার-আক্তারের জামান, ৯নং (বাবুপুর) ওয়ার্ডের কমিশনার আবদুল্লাহ আল মামুন,সেনবাগ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি- আমান উল্যাহ,উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক- আইউব আলী, পৌর যুবলীগ নেতা দিদারুল আলম দিদার,৬নং (চারিদ্রোন-অষ্টদ্রোন) ওয়ার্ডের সম্ভাব্য কমিশনার প্রার্থী আবু তাহের, ৯নং (বাবুপুর) ওয়ার্ডের সম্ভাব্য কমিশনার প্রার্থী সেলিম উল্যাহ চৌধুরী হেলালসহ প্রমুখ।এরপর মেয়র আবু জাফর টিপু সাংবাদিকদের জানান- ১২০ কোটি টাকা বরাদ্দের কাজ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।সবশেষে এ প্রকল্পটি বাস্তবায়নের লক্ষে উপস্থিত জনগণকে নিয়ে মেয়র সাহেব দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন।




error: Content is protected !!