নোয়াখালী সোনাইমুড়ীতে ভুয়া এনএসআই আটক।

প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২০

মোঃইব্রাহিম নোয়াখালী জেলা প্রতিনিধি।
নোয়াখালীর সোনাইমুড়ীতে শরিফুল হাসান(২১) নামে এক ভুয়া এনএসআই কে পুলিশ আটক করেছে।আটককৃত শরিফুল হাসান জয়াগ ইউনিয়নের মাওতলা গ্রামের সানা উল্লার ছেলে।শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে জয়াগ ইউনিয়নের থানার হাট বাজার থেকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এনএসআই পরিচয় দিয়ে শরিফুল হাসান থানারহাট এরিয়া সহ বিভিন্ন স্থানে মানুষকে ভয় ভীতি দেখিয়ে অর্থকড়ি দাবি ও হাতিয়ে নিতো। গোপন সংবাদের ভিত্তিতে সোনাইমুড়ী থানার এসআই আমির হামজা সঙ্গীয় ফোর্স নিয়ে থানার হাট থেকে তাকে আটক করে।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) গিয়াসউদ্দিন জানান, খবর পেয়ে ভুয়া পরিচয় পত্র সহ প্রতারক শরীফ কে আটক করা হয়েছে। আজ রবিবার তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।




error: Content is protected !!