মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি।
দুর্যোগপূর্ণ বৈরি আবহাওয়ার কারণে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ-উপজেলা হাতিয়ার সঙ্গে হাতিয়া-ঢাকা লঞ্চ চলাচল, হাতিয়া-চট্টগ্রাম স্টীমার চলাচল ও হাতিয়া-বয়ারচর চেয়ারম্যান ঘাট সী-ট্রাক চলাচল বন্ধ ঘোষণা করা রয়েছে। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন অপেক্ষমান শত-শত যাত্রী।
ফলে দেশের অন্য কোথাও থেকে কোন লোকজন হাতিয়ায় আসতে পারছেন না এবং হাতিয়া থেকে কোন লোক দ্বীপের বাহিরেও যেতে পারছেন না। এতে করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দামও বৃদ্ধির আশংকা করা হচ্ছে।
এ বিষয়ে চট্টগাম বিআইডব্লিউ কর্মকর্তা নয়ন শীল বলেন, সাগর ও নদী উত্তাল থাকায় হাতিয়ার সাথে সকল নৌ-যোগাযোগ বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে নৌ-চলাচল শুরু হবে।