নোয়াখালী হাতিয়া জোয়ারের পানিতে ভেসে যাওয়া শিশুর লাশ ৩দিন পর উদ্ধার।

প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, মে ২৮, ২০২১

মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি।
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সুখচর ইউনিয়নের চর আমানউল্লাহ গ্রামে ঘর থেকে জোয়ারের পানিতে ভেসে যাওয়া নিখোঁজ শিশু লিমা আক্তারের লাশ ৩দিন পর উদ্ধার করা হয়েছে।শুক্রবার (২৮ মে) সকাল সাড়ে আটটার দিকে লিমার লাশটি বেড়ি বাঁধের বাহিরে আটকে থাকা জোয়ারের পানিতে ভেসে উঠে। পরে পরিবারের লোকজন লাশটি উদ্ধার করে বাড়িতে নিয়ে দাফন করে। লিমা সুখচর ইউপির চরআমানউল্লাহ গ্রামের বাবুলের মেয়েহাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের নিখোঁজ শিশুর লাশ উদ্ধারের তথ্যটি নিশ্চিত করে জানান, গত বুধবার সন্ধ্যার দিকে উপজেলার সুখচর ইউনিয়নে ঘ‚র্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জোয়ারের পানিতে ঘর থেকে ভেসে যায় ওই শিশু।
উল্লেখ্য, ঘর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ারের ফলে দুপুরে বাবুলের ঘরে পানি ডুকে পড়ে। জোয়ারের সময় পরিবারের লোকজনের সাথে নিজ ঘরে ছিল লিমা। সন্ধ্যার কোন এক সময়ে পরিবারের সদস্যদের অগোচরে লিমা পানিতে পড়ে জোয়ারের পানিতে ভেসে যায়।




error: Content is protected !!