নৌ পথে গাঁজার চালানসহ সুনামগঞ্জে তিন মাদক কারবারী আটক

প্রকাশিত: ৭:৫৪ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০২০

সুনামগঞ্জ প্রতিনিধি:
নৌ পথে যাত্রীবেশী ট্রলারে করে নেত্রকোনার মোহনগঞ্জ মুখী ভারতীয় গাঁজার চালান নিয়ে যাবার পথে সুনামগঞ্জের তাহিরপুর থানা পুলিশ পার্শ্ববর্তী বিশ্বম্ভরপুরের তিন মাদক কারবারীকে আটকের পর কারাগারে পাঠিয়েছে।,
শনিবার রাতে তাহিরপুর থানার ওসি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, তাহিরপুর উপজেলার টাকাটুকিয়া গ্রামের সামনে দিয়ে বয়ে চলা কাকাতুয়া নদীর নৌ পথ ব্যবহার করে যাত্রীবেশী ইঞ্জিন চালিত ট্রলারে করে নেত্রকোনার মোহনগঞ্জমুখী ভারতীয় গাঁজার চালান নিয়ে যাবার সময় থানা পুলিশ শুক্রবার ভোররাতে তিন পেশাদার মাদক কারবারীকে আলামত সহ আটক করে।
আটককৃতরা হলেন, বিশ্বম্ভরপুর উপজেলার অনন্তপুর গ্রামের মৃত ইছার উল্লাহর ছেলে আব্দুল আউয়াল, শাহপুর মৃত গ্রামের ইলিয়াস আলী ওরফে মনসুর আলীর ছেলে ।ামরাফুল হক ও পাঁচগাঁও বাগুয়া গ্রামের সাধু মিয়ার ছেলে সেফাউল।
আটককৃতদের হেফাজত হতে ভারতীয় আড়াই কেজি গাঁজা, একটি দেশীয় তৈরী ইঞ্জিন চালিত যাত্রীবাহি ট্রলার জব্দ করা হয়।
শনিবার রাতে তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান জানান, আলামত সহ আটককৃত পেশাদার তিন মাদক কারবারীকে মামলা দায়েরের পর শনিবার বিকেলে আদালতের মাধ্যমে জেলা করাগারে পাঠানো হয়েছে।




error: Content is protected !!