নড়াইলে কালিয়া উপজেলায় সামাজিক দূরত্ব বজায় না রখায় ১০ জনকে জরিমানা

প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, জুন ২৫, ২০২০

মোঃ বাবলু মল্লিক: প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯)সংক্রমন প্রতিরোধে সামাজিক দূরুত্ব বজায় না রাখা ও অযথা বাহিরে ঘোরাঘুরি কররররায় নড়াইলের কালিয়া উপজেলায় আভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ জনকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার ২৫শে জুন উপজেলার যগানিয়া বাজার এলাকায় সকাল থেকে অভিযান পরিচলনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নিবার্হী ম্যাজিস্ট্রেট নাজিবুল আলম। এ সময় যোগানিয়া বাজারের চা’র দোকান,সেলুন এবং রাস্তায় অযথা ঘোরাঘুরি ও মাক্স ব্যাবহার না করার অপরাধে ১০ জনকে ভ্রম্যমান আদালতের মাধ্যমে ১৪শ’ত টাকা নগত অর্থ জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট নাজিবুল আলম জানান, সরকারী বিধি-নিষেধ অমান্য করে অযথা বাহিরে ঘোরাঘুরি করায় জরিমানা করা হয়েছে। যারা সামজিক দূরত্ব বজায় রাখছে না তাদেরকেও জরিমানা করা হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে সচেতন হয়ে সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন ভ্রাম্যমাণ আদালতের চলমান এ অভিযান অব্যাহত থাকবে।




error: Content is protected !!