নড়াইলে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ বিষয়ে কর্মশালা

প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, জুন ১৯, ২০২০

মোঃ বাবলু মল্লিক : নড়াইলে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ বিষয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শুক্রবার দুপুরে নড়াইলের খামারবাড়ি মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। এর আগে গত ১৭ জুন (বুধবার) সকালে কর্মশালার উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপপরিচালক চিন্ময় রায়। জেলার ৩০ জন উপসহকারী কৃষি কর্মকর্তা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। ঘূর্ণিঝড়, তাপমাত্রাসহ প্রাকৃতিক দুর্যোগে কৃষকদের পূর্বাভাস ও পরামর্শ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে কৃষকেরা উপসহকারী কৃষি কর্মকর্তাদের কাছ থেকে কৃষি আবহাওয়া বিষয়ে নানা তথ্যউপাত্ত জানতে পারবেন। ফসল উৎপাদনের ক্ষেত্রে ক্ষয়ক্ষতির প্রভাব কমবে।
কর্মশালায় প্রশিক্ষক ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক চিন্ময় রায়, অতিরিক্ত উপপরিচালক দীপংকর দাস, জেলা প্রশিক্ষণ অফিসার অনুজ কুমার বিশ্বাস ও কৃষি সম্প্রসারণ অফিসার মাসুদ রানা।




error: Content is protected !!