নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি মর্ত্তজা স্ত্রী সুমনা হক সুমিও করোনা আক্রান্ত

প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২০

মোঃ বাবলু মল্লিক : গোটা পৃথিবীতে করোনায় জীবন যখন বির্পযস্ত তখন নড়াইলের মানুষের মাঝে নি:স্বার্থভাবে দাড়িয়েছেন জাতীয় ক্রিকেট দলের দেশের ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক নড়াইল-২ আসনের সংসদ সদস্য নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি মর্ত্তজা। নড়াইলের মানুষকে করোনা থেকে রক্ষার চ্যালেঞ্জ নেয়া মাশরাফি হঠাৎ করেই এই ভাইরাসে আক্রান্ত হয়ে পড়ে। গত ২০ জুন চিকিৎসকরা তাকে জানিয়েছিলেন করোনা ভাইরাসের সংক্রমন বাসা বেধেছে তার শরীরে। ঘরে বসে করোনা ভাইরাস থেকে মুক্ত হওয়ার জন্য ঢাকার নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন তিনি। মাশরাফি করোনা আক্রান্ত হওয়ার ২দিন পর তার একমাত্র ছোট ভাই মুরসালিন বিন মর্ত্তুজা ও করোনা আক্রান্ত হন এবার মাশরাফির পাশে থেকে সেবা দিয়ে যাওয়া স্ত্রী সুমনা হক সুমিও করোনা আক্রান্ত হয়েছেন । ৬ জুলাই (সোমবার) রাতে মাশরাফির নড়াইলের পরিবার বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে চিকিৎসকের পরামর্শে ঢাকার বাসায় আইসোলেশনে আছেন মাশরাফি, মাশরাফির ছোট ভাই সিজার এবং স্ত্রী সুমনা হক সুমি। এদিকে মাশরাফির করোনা পজেটিভ হওয়ার পরই তার ২ সন্তানকে নড়াইলে পাঠিয়ে দেওয়া হয়। তারা সকলেই সুস্থ্য আছেন।




error: Content is protected !!