মোঃ তোতা মিয়া,জেলা প্রতিনিধি পঞ্চগড়;
পঞ্চগড়ে জেলা থেকে ড্রাগন ফল সংগ্রহ করে নিয়ে জাচ্ছে দুর দূরান্তের পাইকাররা।দাম ভালো পাওয়ায় বাজার জাতক সহজ হওয়ায় ড্রাগন ফলের বাগান করতে আগ্রহী হচ্ছেন নতুন নতুন উদ্যোক্তা পঞ্চগড় বোদা উপজেলার নয়া দিঘী তরুন কৃষি নতুন উদ্যোক্তা রাশেদ প্রধান সকের বশে তিন বছর আগে ছোট্ট পরিসরে গোরে তুলেন ড্রাগন ফলের বাগান। ব্যাপক সম্ভাবনা দেখে পরে বাণিজ্যিক ভিত্তিতে বাগান করেছেন তিন একর জমিতে। বাগানে চার হাজার গাছে এখন পলে পরিপূর্ণ এখন থেকে কমপক্ষে ১৫ লক্ষ টাকা আসবে আশাতার। এদিগে পঞ্চগড় আটোয়ারী উপজেলার মির্জাপুরের জাহীদ চেয়ারম্যান সহ জেলার অনেকেই দেখে দেখি গোরে তুলেছেন ড্রাগন ফলের বাগান। তারা সবাই আশা করছেন চা চাষের চেয়েও ড্রাগন ফলে বেশি লাভ হবে। এবিসয়ে কৃষি বিভাগ বলছেন উচ্চমূল্যে ড্রাগন ফল আবাদে সব রকমের পরামর্শ ও কারিগরি সহায়তা দিচ্ছেতারা কৃষি বিভাগ বলেন এফল বিদেশি হলেও এখন আমরা দেশেই উৎপাদন করতে সক্ষম হয়েছি আমরা। তাছারা এফল খেতে অনেক সুশাধু এবং ডায়াবেটিস রোগীদের জন্য খুবেই উপকারিতা আমার মনেহয় করোনা ভাইরাস রোগীদের জন্য এফল খুবই উপকার হবে।