পলিথিন মোড়ানো ছেলের লাশ বাবাই ফেলেছিল।

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, জুন ১৬, ২০২০

আলামিন খান টাঙ্গাইল।
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে পলিথিনে মোড়ানো ফেলে যাওয়া অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে। মৃত চেতন চন্দ্র দাস ছিলেন টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আমজানী গ্রামের নকুল চন্দ্র দাসের ছেলে।
দেলদুয়ার থানা পুলিশ জানায়, ঢাকা এযারপোর্ট এলাকায় চেতন রিকশা চালাতেন। ছয়-সাত দিন আগে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। রবিবার রাতে তিনি মারা যান। লাশ এলাকায় সৎকার করতে বাধা প্রাপ্ত হবে ভেবে বাবা নকুল চন্দ্র দাস ও বড় ভাই অতুল চন্দ্র দাস রাতের কোনো এক সময় পলিথিনে মুড়িয়ে লাশ ফেলে যান দেলদুয়ার উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাটিয়াপাড়া ডুবাইল নামক স্থানে।
খবর পেয়ে সকালেই দেলদুয়ার থানা পুলিশ অজ্ঞাত হিসেবে লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। পরে টাঙ্গাইল সিআইডি ক্রাইমসিন টিম ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করেন।
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ,কে সাইদুল হক ভূইয়া বলেন, মৃত ব্যক্তি করোনা রোগী ছিলেন। বাবা ও বড় ভাই লাশ এলাকায় না নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাসির গ্লাস কোম্পানির দক্ষিণ পাশে ডুবাইল এলাকায় ফেলে যায়। ময়নাতদন্ত শেষে মৃতের কাকা পূন্য চন্দ্রের নিকট লাশ হস্তান্তর করা হয় এবং দাহ করতে খরচ হিসেবে পাঁচ হাজার টাকা দেয়া হয়।




error: Content is protected !!