পাংশাতে মিতুল হাকিমের উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্ন অভিযান শুরু।।

প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, মে ৩০, ২০২০

মিঠুন গোস্বামী,জেলা প্রতিনিধিঃ

রাজবাড়ীর পাংশায় করোনা ভাইরাস প্রতিরোধের পাশাপাশি ডেঙ্গু থেকে রক্ষা পেতে রাজবাড়ী-২ আসনের সাংসদ জিল্লুল হাকিমের পুত্র আশিক মাহমুদ মিতুল হাকিমের ব্যক্তিগত উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়।

শনিবার (৩০মে) বিকালে পাংশা উপজেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে শুরু হওয়া এ অভিযানের উদ্ধোধন করেন পাংশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ সইফুল ইসলাম বুড়ো।

এসময় উপস্থিত ছিলেন পাংশা উপজেলা আওয়ামীলীগের সাধারন-সম্পাদ ডাঃ এ.এফ.এম শফিউদ্দিন পাতা, জেলাপরিষদ সদস্য মিজানুর রহমান মজনু, পাংশা উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল বিশ্বাস, পাংশা উপজেলা ছাত্রলীগ সভাপতি মারুফ সহ আরো অনেকে।

রাজবাড়ী জেলা আওয়ামিলীগের অন্যতম সদস্য এমপি পুত্র আশিক মাহমুদ মিতুল বলেন, করোনা ভাইরাস পাশাপাশি ডেঙ্গুর ভয়াবহতা রোধে প্রধানমন্ত্রী সকলকে এগিয়ে আসার আহবান জানিয়েছে। তারই ধারাবাহিকতায় আমার পিতা রাজবাড়ী-২ আসনের সাংসদ জিল্লুল হাকিম মশক নিধন ও পরিস্কার অভিযান পরিচালনার নির্দেশ দেন। আমরা সেটি বাস্তবায়ন করছি।

প্রথম দিনেই পাংশা পৌর শহরের বিভিন্ন এলাকায় দুইটি ফগার মেসিন ও ৬টি জীবাণুনাশক স্পে দিয়ে এ কার্যক্রম শুরু করা হয়েছে।

তিনি আরও বলেন, পর্যায়ক্রমে পাংশা, বালিয়াকান্দি ও কালুখালি এই ৩টি উপজেলায় কার্যক্রম অব্যাহত থাকবে।




error: Content is protected !!