পার্বতীপুরে মাটির দেওয়াল ধসে স্বামী স্ত্রী দুই সন্তান সহ একই পরিবারের ৪ জনের মৃত্যুঃ

আসলাম উদ্দিন,জেলা প্রতিনিধি দিনাজপুরঃ
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বৃষ্টির পানিতে মাটির দেওয়াল ধসে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪জনের মর্মন্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে।
গত কাল রাতের খাবার শেষে স্বামী স্ত্রী ও তাদের দুই সন্তান ঘুমিয়ে পড়ে গভীর রাতে প্রচন্ড বৃষ্টির পানির কারনে দেওয়াল ধসে পড়ে সকলের মৃত্যু ঘটে।
ঘটনাটি পার্বতীপুর উপজেলার ঝাউ পাড়া গ্রামের আব্দুস সামাদের জামাই স্বপন (৩৬) তার স্ত্রী ওদুই সন্তান একই মাটির ঘরে ঘুমিয়ে ছিল।
গভীর রাতে মাটির দেওয়ল ধসে ঘুমন্ত অবস্থায় তাদের মৃত্যু ঘটে। তাদের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।