পিরোজপুরের কাউখালীতে জমি জমার বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, মার্চ ২, ২০২১

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের কাউখালীতে জমি সংক্রান্ত জের ধরে প্রতিপক্ষের একের পর এক মিথ্যা ও ভিত্তিহীন মামলা দিয়ে হয়রানি করে ঘরবাড়ি ও এলাকা থেকে উচ্ছেদ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এলাকার দুষ্কৃতিকারীরা। এ বিষয়ে গতকাল সোমবার দুপুরে হাসিনা বেগম ভূক্তভোগী কাউখালী প্রেস ক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।গত ৭ ফেব্রুয়ারি উপজেলার আইরন ঝাপুর্ষী গ্রামের ফজলুল হক রাঢ়ীর স্ত্রী হাসিনা বেগম ও তার পুত্রবধু সীমার উপরে এ হামলা চালায় একদল দুবর্ৃৃত্তরা। পরে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। তিনি আরো জানান, আমাদের পৈত্রিক সম্পত্তি জোর পূর্বক দখল করার চেষ্টা করে। এ সময় বাধা দিলে দুবর্ৃৃত্তরা আমাদের উপরে হামলা চালায় ও অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বলে ওই জমি আমরা ভোগদখল করব তোরা এলাকা ছেড়ে অন্য কোথাও চলে যাবি। এরা হল আইরন ঝাপুর্ষী গ্রামের হাসিনা বেগমের ভাই নেছাব আলীর ৩ পুত্র আব্দুল গনী নান্নু, আব্দুল জলিল, নাসির উদ্দীন। নেছাব আলীর মেঝ ভাইয়ের ছেলে মোঃ মিলন হোসেন, নেছাব আলীর ছোট ভাইয়ের ছেলে ফারুক হোসেন ও আব্দুল গফফার বদরী। এরা দিনের  পর দিন হাসিনা বেগম  ও তার পুত্র জাকির হোসেনের স্ত্রী সীমা বেগমের উপরে অত্যাচার করে আসছে। যাহাতে তারা ঘরবাড়ি ছেড়ে অন্যত্র  চলে যায়। আর তারই সুযোগে ঘর বাড়ি জমি দখল করবে। হাসিনা বেগমের বসত ঘরটি ভাঙ্গা ও জরাজীর্ন হওয়ায় ঘর মেরামত করতে গেলে তারা এসে বাধা দেয় কোন প্রকার মেরামত করা যাবেনা এবং ভয়ভীতি প্রদান করে। আমি মনে করি এই জমি নিয়ে ভবিষ্যতে আমরা বড় ধরনের বিপদের সম্মুখীন হতে পারি তাই আমি প্রসাশন ও এই এলাকার সকলের কাছে দৃষ্টি আকর্ষন ও আইনগত সাহায্য কামনা করছি। 




error: Content is protected !!