পিরোজপুরের কাউখালীতে ভাষার মাসে শিক্ষার্থীদের মাঝে ভাষার ইতিহাসের বই তুলে দিলেন
পিরোজপুর প্রতিনিধিঃ মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠার লড়াইয়ে
বাঙালীর আত্মত্যগের ইতিহাস নুতন প্রজন্মের কাছে পৌছে দিতে
কাজ করছেন ষাটোর্ধ আঃ লতিফ খসরু। আঃ লতিফ খসরু এ কাজ শুরু
করেছেন একেবারে স্ব-প্রোনোদিত হয়ে। ভাষার মাস এলেই তিনি এ
ধরনের উদ্দ্যোগ নিয়ে থাকেন। প্রতিবছরের ন্যায় ভাষার মাস উপলক্ষ্যে আজ
শনিবার (০৫ ফেব্রæয়ারি) কাউখালী সরকারি মহাবিদ্যালয় শহিদ মিনারের
পাদদেশে শিক্ষার্থীদের হাতে ভাষা আন্দোলনের ইতিহাস এবং ভাষা শহিদদের
জীবনকথা নামক দুই খানা বই তুলে দেন শিক্ষার্থীদের হাতে। এসময়
প্রেসক্লাবের সাবেক সভাপতি রতন কুমার দাস, ভাষার ইতিহাস
সংরক্ষনকারী ও শিক্ষানুরাগী আঃ লতিফ খসরু এবং একাদশ ও দ্বাদশ শ্রেনীর
কমপক্ষে ২০জন শিক্ষার্থী উপস্থিত ছিল।