
পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়ন পরিষদ হল রুমে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে আজ ১৬ অক্টোবর সভা হয়েছে। এতে বাল্য বিবাহ প্রতিরোধে ইউনিয়ন পরিষদ সমন্বয় সভর আয়োজন করা হয়।উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান শেখ শিহাব হোসেন, পরিষদ সচিব মর্জিনা, মোর্শেদাসহ ইউপি সদস্য বৃন্দ। উক্ত সভা পরিচালনা করেন মোঃ হারুন অর রশিদ ডেপুটি (সেলপ) এবং সহায়তা করে উজ্জ্বল মন্ডল এ্যসোসিয়েট অফিসার প্রমূখ।