পিরোজপুরে ১৭ কোটি টাকা নিয়ে ভুয়া এনজিও উধাও ৩ জন এনজিও কর্মি গ্রেফতার

প্রকাশিত: ১১:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২০

পিরোজপুরে ১৭ কোটি টাকা আত্নসাতের অভিযোগে দায়েরকৃত মামলায় মঠবাড়ীয়া থানা পুলিশ ৩ জন এনজিও প্রতিনিধিকে গ্রেফতার করেছে। ১ ( সেপ্টেম্বর) উপজেলার তুষখালী গ্রাম থেকে রাতে অভিযান চালিয়ে তুষখালী গ্রামের রুস্তম আলী বেপারীর স্ত্রী রোজি পারভিন (৩৮) ও তার পুত্র আজিম (২৪) সহ অপর একজন মৃত বাবুল মিয়ার স্ত্রী নাজমা বেগমকে গ্রেফতার করেছে। এরা তিনজনই পালিয়ে যাওয়া সান লাইফ উন্নয়ন সংস্থা নামক এনজিও এর কর্মি হিসাবে বিভিন্ন পদে কর্মরত ছিলেন। মামলা সুত্রে জানা যায়, এই এনজিও মঠবাড়ীয়া উপজেলার শতশত মানুষকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে গ্রাহক সৃষ্টি করে ১৭ কোটি টাকা সংগ্রহ করে পালিয়ে যায়। গত ৩১ ( আগস্ট) রাতে তুষখালী গ্রামের নাসরিন আক্তার যিনি নিজেও একজন ভুক্তভোগী তিনি বাদী হয়ে মঠবাড়ীয়া থানায় অর্থ আত্নসাৎের মামলা দায়ের করেন। সানলাইফ উন্নয়ন সংস্থার এমডি ( ব্যবস্হাপনা পরিচালক) সিদ্দিকুর রহমানকে প্রধান আসামি সহ ৫ জনকে আসামি করে ৫ কোটি টাকা আত্নসাৎের অভিযোগে মঠবাড়ীয়া থানায় মামলা দায়ের করেন। মামলা সুত্রে জানা যায়, অভিযুক্ত সিদ্দিকুর রহমান বরগুনা জেলার ফুলঝুরি ইউনিয়নের গুদিঘাটা এলাকার বাসিন্দা। তিনি মঠবাড়ীয়া শহরে একটি বাসা ভাড়া নিয়ে এনজিও ব্যবসা পরিচালনা করতেন। শুরুতেই বিভিন্ন প্রলোভন দেখিয়ে গ্রাহকদের আকৃষ্ট করেন ৫ ও ৬ বছরে দ্বিগুণ মনুফা দিবে এই ভাবে গ্রাহকদের কাছ থেকে ১৭ কোটি টাকা হাতিয়ে নিতে সক্ষম হন। গত ২৪ ( আগস্ট) ভুক্তভোগীরা মঠবাড়ীয়া শহরে মানববন্ধন কর্মসূচি পালন করেছিলেন যাতে তাদের অর্থ উদ্ধার ও প্রতারক সিদ্দিকুর রহমানকে গ্রেফতার করা হয় এই দাবী নিয়ে। মঠবাড়ীয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদুজ্জামান জানান, অর্থ আত্নসাৎের মামলা দায়েরের ভিত্তিতে ৩ জন এনজিও কর্মিকে গ্রেফতার করা হয়েছে এবং সিদ্দিকুর রহমানকেও গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে।




error: Content is protected !!