
মীর জিয়াদুল হক, পিরোজপুর প্রতিনিধি / মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার এই শ্লোগানকে সামনে রেখে স্বাধীন বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে পিরোজপুর জেলা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। ২৮ জুলাই মঙ্গলবার পিরোজপুর পুলিশ সুপার কার্য্যালার মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠান কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)আহমাদ মাইনুল হাসান ও সিনিয়র সহকারি পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) মোঃ রিয়াজুর ইসলাম, অ্যাডিশনাল সুপার নাইমুল ইসলাম, অতিরিক্ত সুপার সহ আরো পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, পিরোজপুর জেলায় ১ হাজার গাছের চারা রোপনের নির্দেশনা দেয়া আছে, এবং আমরা আমাদের লক্ষ্যে পৌছানোর জন্য অধিক কার্যকরি ভূমিকা পালন করছি এবং আরো বলেন, গাছ আমাদের অক্সিজেন দেয় ও পরিবেশকে সুন্দর রাখে, তাই সবার উচিত বেশি বেশি গাছ লাগানো এতে আমাদের পরবর্তী প্রজন্ম সুন্দর একটি পরিবেশ পাবে বলে মনে করি।