প্রকৃত মাদক ব্যবসায়ী কারা তাদের চিহিৃত করুন, অযথা সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয়
রবিউল ইসলাম সুইট, হিলি(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর হাকিমপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি ফেরদৌস ওয়াহিদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার রাত ৮ টায় প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন এর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন হাকিমপুর থানার নবাগত ওসি ফেরদৌস ওয়াহিদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু, প্রেসক্লাবের সাবেক সভাপতি ডাঃ আলতাফ হোসেন, সহ-সভাপতি রবিউল ইসলাম সুইট, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।
এসময় প্রচার ও প্রকাশনা সম্পাদক মোসলেম উদ্দিন, সাহিত্য সংস্কৃতিক ও পাঠাগার সম্পাদক মো: তারিকুল সরকার, ধর্ম সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক আব্দুল
আজিজ, কার্যনিবার্হী সদস্য রমান বসাক, অধ্যাপক সৈয়দ মোস্তাফিজুর রহমান, বাংলাভিশন টিভি’র হিলি প্রতিনিধি মুরাদ ইমাম কবির, বাংলাটিভি হিলি
প্রতিনিধি কুদ্দুস আলী খান, আমাদের সময়ের হিলি প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক সকালের সময়ের হিলি প্রতিনিধি তাছির উদ্দিন বাপ্পি, দৈনিক জয়পুরহাট খবর এর হিলি প্রতিনিধি মোকছেদুল মোমিন, নতুন সময়টিভি হিলি প্রতিনিধি শাহিনুর আলম শাহিন দৈনিক দুরন্ত সংবাদের হিলি প্রতিনিধি নুরুজ্জামান হোসেন জামানসহ অনেকে উপস্থিত ছিলেন ।
সভায় পুলিশ সদস্যদের উদ্দ্যেশে প্রেসক্লাবের সভাপতি বলেন, সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সেই লক্ষ্যে পুলিশ প্রশাসনকে সজাগ থাকতে হবে, প্রকৃত মাদক ব্যবসায়ী কারা তাদের চিহিৃত করুন, অনেক সময় দেখা যায় মাদক ব্যবসায়ীকে আটক করার পর সাধারণ মানুষের নাম দিয়ে মামলা করা হয়। সেই দিকে লক্ষ্য রাখতে হবে।
নবাগত ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, আমি নতুন এসেছি, আমার একার পক্ষে মাদক নির্মূল বা নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। আপনাদের সহযোগিতা আমার একান্তকাম্য। আপনাদের সহযোগিতায় আমি হিলিতে মাদক নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যাবো। ##