প্রখ্যাত বাউল শিল্পী লিপি সরকারের স্মরণে শাহজি বাজার সুতাংয়ে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ নরসিংদীর
প্রখ্যাত বাউল শিল্পী সদ্য প্রয়াত লিপি সরকার,দেশের জারি, সারি, ভাটিয়ালি, বাউল ও পালাগানকে সমৃদ্ধশালী করতে অসামান্য অবদান রেখে গেছেন,লিপি সরকার তার মহৎ কর্মে আজীবন মানুষের হৃদয়ে অমর হয়ে থাকবেন,একথা গুলো বলেন হবিগঞ্জ জেলা বাউল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি তৌহিদুল ইসলাম তৌহিদ৷
প্রখ্যাত বাউল শিল্পী লিপি সরকারের স্মরণে আজ ১২ আগষ্ট বুধবার বিকাল ৪টায় শায়েস্তাগঞ্জ উপজেলার শাহজি বাজার সুতাং হযরত শাহ কারার(রঃ) শাহ,জী উরফে ফুল শাহ্ মাজার প্রাঙ্গণে সদ্য প্রয়াত নরসিংদীর বাউল শিল্পী লিপি সরকারের স্মরণে ইউ.কে, বন্ধু মহল ও জালালী কাফেলা কর্তৃক আয়োজিত শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷ বিশিষ্ট সংগীত অনুরাগী শামীম আহমেদ এর সভাপতিত্বে, সাংবাদিক ও গীতিকার
এম মুজিবুর রহমানের পরিচালনায়, এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ বাউল ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি তৌহিদুল ইসলাম তৌহিদ, বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন হবিগঞ্জ বাউল ফেডারেশনের মহিলা বিষয়ক সম্পাদিকা ও শায়েস্তাগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বাউল শিল্পী মুক্তা সরকার, বিশিষ্ট সাংবাদিক সৈয়দ এম এ আর মাসুক ভান্ডারী,হবিগঞ্জ বাংলাদেশ বাউল ফোরাম ইউকে’র উপদেষ্টা দবির ভান্ডারী,লেবু মিয়া,সিলেট বিভাগীয় বাউল কল্যাণ সমিতির প্রচার সম্পাদক গীতিকার তছির আলী, প্রবীণ বাউল শিল্পী রাজ্জাক সরকার,শিল্পী উজ্জল সরকার, মোহাম্মদ আলী, আবু সালেক, শিল্পী আশরাফুল ইসলাম,জুয়েল আহমদ,শিল্পী রুনা সরকার, ঝুমুর রাণী, আক্কাস মিয়া,জজ মিয়া,সোহেল মিয়া বাউল শিল্পী, যন্ত্রিক শিল্পী সহ অসংখ্য ভক্ত আশেকান বৃন্দ উপস্থিত ছিলেন।