প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গড়ে ওঠছে বঙ্গবন্ধুর স্বপ্নের সেই সোনার বাংলা – এমপি শাওন
লালমোহন (ভোলা) প্রতিনিধি
জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার স্বপ্নকে মুছে ফেলতে পারেনি ওইসব খুনিরা। বঙ্গবন্ধুর জন্ম নাহলে হয়তো এদেশ স্বাধীন হতনা। তারা জাতির পিতাকে হত্যা করেনি,তারা বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে।
তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গড়ে ওঠছে বঙ্গবন্ধুর স্বপ্নের সেই সোনার বাংলা।
(১৪ আগস্ট রোববার) সকালে লালমোহন উপজেলা পরিষদের অডিটোরিয়ামে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ভোলার লালমোহন উপজেলা মহিলা ও যুব মহিলালীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন।
এমপি শাওন আরো বলেন বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত ও মুুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতেই পঁচাত্তরের ১৫ আগস্ট দেশি-বিদেশি চক্র মিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছে। স্বাধীনতার পর জেনারেল জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকারীদের উচ্চ পদে চাকরি দিয়ে বিদেশে পাঠান।
লালমোহন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে ও যুব মহিলা লীগের সভাপতি কামরুন নাহার সুমির সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন নাওয়াল গ্রুপের চেয়ারম্যান ও লালমোহন উপজেলা, পৌরসভা মহিলা লীগ ও যুব মহিলা লীগের উপজেষ্টা ফারজানা চৌধুরী রত্না, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, সহ-সভাপতি আবুল কাশেম মিয়া লর্ড হার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান , রমাগঞ্জ ইউপি চেয়ারম্যান মোস্তফা মাস্টার, আব্দুল মালেক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, পৌর আওয়ামীলীগের আহ্ববায়ক সফিকুল ইসলাম বাদল, লালমোহন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, তজুমদ্দিন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম সিলা, লালমোহন উপজেলা, পৌরসভা মহিলা লীগের সভানেত্রীর রোকেয়া বেগম, তপতী রানী, পৌর মহিলা লীগের আহ্ববায়ক সালমা জাহান বুলু সহ মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলালীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন ।