প্রধান মন্ত্রী শেখহাসিনা অসহায় দুস্থ হত-দরিদ্র জেলেদের কথা ভেবে এ চাউল দিয়েছেন- এমপি শাওন

প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২১

লালমোহন ( ভোলা) প্রতিনিধি :

ভোলার লালমোহন উপজেলাধীন ৭নং পশ্চিম চরউমেদ ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মৎস আহরণে বিরত থাকা অসহায় দুস্থ হত-দরিদ্র জেলেদের মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় ভিজিএফ এর উপ-বরাদ্দকৃত খাদ্যশস্য বিতরণ করেন এমপি শাওন । সোমবার ১১ই অক্টোবর দুপুরে ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চাল বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন সামাজিক দূরত্ব বজায় রেখে, স্বাস্থ্যবিধি মেনে ৭নং পশ্চিম চরউমেদ ইউনিয়নের মোট ৯টি ওয়ার্ডের বিভিন্ন এলাকার পরিবারের মাঝে সঠিক ভাবে ভিজিএফ-এর ২০ কেজি করে ১৮ শ জেলেদের মাঝে চাউল বিতরণ করা হবে। মাননীয় প্রধান মন্ত্রী শেখহাসিনা অসহায় দুস্থ হত-দরিদ্র জেলেদের কথা ভেবে ভিজিএফ এর উপ-বরাদ্দকৃত খাদ্যশস্য( চাউল) দিয়েছেন। এই মা ইলিশ রক্ষায় সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। তাহলে
এই মা ইলিশ রক্ষা সম্ভব হবে।
এসময় লালমোহন উপজেলাধীন ৭নং পশ্চিম চরউমেদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু ইউছুফ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, ৭নং পশ্চিম চরউমেদ ইউনিয়নের আওয়ামীলীগ এর সভাপতি শাহাজান বেপারী, ৭নং পশ্চিম চরউমেদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ সেলিম , যুবলীগের আহবায়ক শাহিন মাতাব্বর, সেচ্ছাসেবক লীগের সভাপতি দুলাল ফরাজি উপজেলা তদারকি কর্মকর্তা প্রমুখ।
পড়ে তিনি
গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে, মুজিব শতবর্ষ উপলক্ষে গজারিয়া খেলোয়ার কল্যাণ সংস্থার আয়োজনে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও বিজয়দের মাঝে পুরুষ্কার বিতরণ করেন এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফকরুল আলম হাওলাদার,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান, লালমোহন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ, আওয়ামীলীগের বিভিন্ন নেতাকর্মীবৃন্দ।




error: Content is protected !!