প্রবাসী জয় নেহাল ও রত্নার পক্ষ থেকে কুষ্টিয়া দৌলতপুর বাঁধের বাজার মাদ্রাসায় কম্বল বিতরণ করলেন
কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ॥
কুষ্টিয়ার কৃতি সন্তান মানবতার সেবক ও একজন প্রকৃত করোনাযোদ্ধা কুষ্টিয়া সরকারি কলেজের সাবেক অধ্যাপক নেহাল স্যারের সন্তান আমেরিকা প্রবাসী জয় নেহাল ও এক পুলিশ কর্মকর্তার সহধর্মিণী ঢাকায় বসবাসরত লাইলা নাজনীন রত্নার আর্থিক প্রণোদনায় ২৯ তারিখ মঙ্গলবার সকালে কুষ্টিয়া জেলার দৌলতপুর বাধের বাজার গোরস্থান মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্স এর শিক্ষার্থীদের মাঝে শীতের কম্বল স্থানান্তর করা হয়।
আজ সকালে কুষ্টিয়ার দৈনিক সময়ের দিগন্ত পত্রিকা অফিসে উক্ত মাদ্রাসার সুপার মাওলানা আবুল কালাম আজাদের হাতে উক্ত কম্বলগুলো তুলে দেয়া হয়।
মাওলানা আবুল কালাম আজাদ বলেন, আমাদের মাদ্রাসায় প্রায় ৫০ জন শিক্ষার্থী আছে তারা শীতের মধ্যে প্রচন্ড কষ্টের মধ্যে দিনযাপন করছে। তিনি বলেন আমরা এ পর্যন্ত কোন সরকারি বা কোন প্রতিষ্ঠান থেকে শীতবস্ত্র পাই নাই। উক্ত শীতবস্ত্র হাতে পেয়ে তিনি প্রবাসী জয়নাল ও তার বন্ধু রত্নার পরিবারের প্রতি দোয়া প্রার্থনা করে বলেন তারা যেন পরিবার-পরিজন নিয়ে সুস্থ এবং ভাল থাকেন।
কম্বল হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন দৈনিক সময়ের দিগন্ত পত্রিকার প্রকাশক ও সম্পাদক ও কুষ্টিয়া জেলা ইউনাইটেড অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাহিদ হাসান তিতাস, জাতীয় দৈনিক গনকণ্ঠ পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি, সাপ্তাহিক ডাকুয়া পত্রিকার নির্বাহী সম্পাদক ও কুষ্টিয়া জেলা ইউনাইটেড অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কে এম শাহীন রেজা, সাংবাদিক আলেক চাঁদ সহ বেশ কয়েকজন সাংবাদিক বৃন্দ।
আমেরিকা প্রবাসী জয় নেহাল ও রত্না এক বার্তায় সকলের উদ্দেশ্যে বলেন, আমরা দীর্ঘদিন ধরে কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন প্রান্তে আমার কিছু শুভাকাঙ্খীদের মাধ্যমে এভাবে সহযোগিতা করে আসছি আগামীতে আরো যেন সহযোগিতা করতে পারি। আপনারা আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আমারা সুদূর প্রবাসে থেকেও সুখে শান্তিতে বসবাস করতে পারি। তারা কুষ্টিয়ার বিত্ত্বশালীদের উদ্দেশ্য বলেন, তারা যেন নিজ অবস্থানে থেকে বাংলাদেশের সকল দরিদ্র মানুষের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিক।