প্রয়াত সাংবাদিক খান এ রাজ্জাকের মৃত্যুবার্ষিকীতে স্মরনসভা ও দোয়া অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৩

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি  :  কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও কুয়াকাটা প্রেসক্লাবের সদস্য, সাংবাদিক প্রয়াত খান এ রাজ্জাকের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে কুয়াকাটায় প্রেসক্লাবের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কুয়াকাটা প্রেসক্লাব হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল সাড়ে ৯টায় কবর জিয়ারত শেষে কুয়াকাটা প্রেসক্লাব মিলনায়তনে কোরআন খতম করা হয়। এতে সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো. জাহাঙ্গীর হোসেন, বিশেষ অতিথি ছিলেন কুয়াকাটা পৌর মেয়র জনাব আনোয়ার হাওলাদার, কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আনোয়ার হোসেন আনু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের যুগ্ন-সাধারণ সম্পাদক মিজানুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি রুমান ইমতিয়াজ তুষার ও সাবেক সাধারণ সম্পাদক কাজী সাঈদ, সদস্য কুদ্দুচ মাহমুদ, হোসাইন আমির, সাইদুর রহমান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের মহিপুর থানা শাখার সাধারণ সম্পাদক বশির উল্লাহসহ কুয়াকাটা প্রেসক্লাব ও মহিপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

শোকসভা শেষে প্রয়ত সাংবাদিক খান এ রাজ্জাকের রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়। কুয়াকাটা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোবাশ্বের দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন।

উল্লেখ্য, ১ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার বিকালে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগ মুহুর্ত পর্যন্ত তিনি কুয়াকাটা খানাবাদ ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক ও দৈনিক সমকাল পত্রিকায় কুয়াকাটা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৭ বছর। মৃত্যুকালে দুইটি ছেলে সন্তানসহ পরিবারে অসংখ্য গুণগ্রাহী রেখে যান।




error: Content is protected !!