ফকিরহাটে কন্যা বর্ত্তিকা প্রকল্পের উপকার ভোগী বাছাই জরুরী সভা অনুষ্ঠিত।

মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ-
বাগেরহাটের ফকিরহাটের লখপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের কন্যা বর্ত্তিকা প্রকল্পের উপকার ভোগী বাছাই সংক্রান্ত জরুরী সভা শনিবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৫টায় অনুষ্ঠিত হয়েছে।
ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হোসেন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ।ইউপি সচিব প্রসুন কুমার দাশ এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান শেখ আলী আহম্মদ, ইউপি সদস্য মোঃ বজলুর রহমান মোড়ল, ফিরোজ খান, আরিদ হোসেন, বিল্লাল হোসেন মিলন, হুমায়ুন কবির, মোতালেব মোড়ল, হারুনার রশিদ, রেজাউল হক ও সংরক্ষিত মহিলা সদস্যা শিল্পি বেগম শিলু প্রমুখ।
সভায় ৯টি ওয়ার্ডে কন্যা বর্ত্তিকা প্রকল্পের আওতায় ৯টি এবং সংসদ সদস্যের কোটা হতে ৪টি সহ মোট ১৩টি গভীর নলকুপ স্থাপন করার পরিকল্পনা গ্রহন করা হয়। শেষে বাগেরহাট-০১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের পক্ষ হতে ১হাজার মাস্ক প্রদান করা হয়।