মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ-
বাগেরহাটের ফকিরহাটে ৩শতাধিক পরিবারের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন অনুষ্ঠান বুধবার (৯ সেপ্টেম্বর)সকাল ১১টায় লখপুর ইউনিয়ন পরিষদ চত্তরে অনুষ্ঠিত হয়েছে।
২০১৯-২০২০অর্থ বছরে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় করোনা কালীন সময়ে এই স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়। এলজিএসপি-৩ এর ডিষ্ট্রিক ফ্যাসিলিটেটর পার্থ প্রতীম সেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই স্বাস্হ্য সুরক্ষা সামগ্রী বিতরন করেন।
বিশিষ্ট শিল্পপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হোসেন এর সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মোঃ সেলিম শেখ এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান শেখ আলী আহম্মদ, ইউপি সচিব প্রসুন কুমার দাশ, বাজার কমিটির কোষাধক্ষ মধুসুধন কুমার ঘোষ, ইউপি সদস্য হুমায়ুন কবির, মোতালেব মোড়ল, রেজাউল হক, ফিরোজ খান, বজলুর রহমান মোড়ল, বিল্লাল হোসেন মিলন ও হারুনার রশিদ প্রমুখ।পরে ৩শতাধিক পরিবারের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী যেমন মাস্ক সাবান ব্লিচিলিং পাউডার বিতরন করা হয়।