ফরিদপুরের নগরকান্দায় লকডাউন না মানায় বিভিন্ন স্থানে অর্থ জরিমানা
মিজানুর রহমান,ফরিদপুর প্রতিনিধিঃ
করোনা ভাইরাস মোকাবেলায় সারা দেশে চলছে লকডাউন, জনগনকে ঘরে রাখতে দিন রাত কাজ করে যাচ্ছে প্রশাসনের সকল সদস্যরা ।
অথচ সমাজের কিছু অসচেতন মানুষেরা রিতিমতই অাইন ভঙ্গ করে চলেছে বরাবর, এতে প্রশাসন বাধ্য হয়েই আইন অমান্যকারীদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থ জরিমানা করতে বাধ্য হচ্ছে,
তারই ধারাবাহিকতায় শনিবার উপজেলার বিভিন্ন স্থানে দোকান খোলা রাখার অপরাধে ও মাস্ক না পরে বাজারে ঘোরাফেরা করার দায়ে নগরকান্দা বাজার, লস্করদিয়া বাজার, তালমা বাজার সহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮ টি দোকান ও ৬ জন ব্যক্তিকে মোট ৫৩ হাজার ২ শত টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভুমি) আহসান মাহমুদ রাসেল ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান মাহমুদ রাসেল প্রতিবেদককে জানান, আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাঔচ্ছি মানুষকে ঘরে রাখতে, কিন্তু তার পরেও কিছু অসচেতন মানুষ আইন অমান্য করে ঘর থেকে বিনা কারনে বের হচ্ছে তাই বাধ্য হয়েই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করছি ঘরে রাখার জন্য, তবে আমরাও হাল না ছেড়ে মাঠে আছি এবং থাকবো ।