ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি: সোনাইমুড়ী স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২২
মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে সোনাইমুড়ী পৌরস্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৬আগস্ট) বিকেলে তথ্য প্রযুক্তির সহযোগিতায় ঢাকার নবাবপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো.মাছুম প্রকাশ মাছুম লাদেন (২৮) পৌরসভার৫ নং ওয়ার্ডের সোনাইমুড়ী পশ্চিম পাড়ার মো. আবুল খায়েরের ছেলে। তিনি সোনাইমুড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। পুলিশ সূত্রে জানা যায়, মো. মাছুম তার ব্যবহৃত মাছুম লাদেন নামে  একটি ফেসবুক আইডিতে ২০১৮ সাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন মন্ত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস ও ছবি প্রকাশ করছেন। এ ছাড়া অশালীন ভাষা ব্যবহার করে বিভিন্ন পোস্ট দেন। সোনাইমুড়ী থানা পুলিশের একটি দল টানা ৫ দিন অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তির সহযোগিতায় ঢাকার নবাবপুর থেকে তাকে গ্রেপ্তার করে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি নিজের ব্যবহৃত ফেসবুক আইডি থেকে বঙ্গবন্ধু,ওপ্রধানমন্ত্রী নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট করেন। এ ছাড়া বিকৃত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। শনিবার সকালে সাইবার নিরাপত্তা আইনে মামলায় আদালতে তাকে সোপর্দ করা হবে।



error: Content is protected !!