ফেসবুকে মিথ্যা স্ট্যাটাস দিয়ে লক্ষ টাকা চাঁদাদাবীর অভিযোগে নবীগঞ্জের আলোচিত আলী বিডি’র বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের৷
স্টাফ রিপোর্টারঃ
নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের বহুল আলোচিত সমালোচিত আলী হোসেন ওরফে (আলী বিডি) নামের এক যুবক সহ তার আরেক সহযোগীর বিরুদ্ধে একটি গ্রাম ও ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানহানিকর স্ট্যাটাস দিয়ে ১ লক্ষ টাকা চাঁদাদাবীর গুরুতর অভিযোগ পাওয়া গেছে৷এঘটনায নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন উপজেলার দীঘলবাক ইউনিয়নের বহরমপুর গ্রামের আজির উদ্দিন নামের এক ব্যক্তি৷ অভিযোগে উল্লেখ ও গ্রামবাসী জানান, উপজেলার দীঘল বাক ইউনিয়নের বহরমপুর গ্রামের মোঃ আজির উদ্দিন নামের এক ব্যক্তি নবীগঞ্জ থানায় তার লিখিত অভিযোগে উল্লেখ করেন তার গ্রামের আব্দুল মালিক নামের এক ব্যক্তি ও তার অপর সহযোগী ভূমিদস্যু প্রতারক ও সন্ত্রাসী প্রকৃতির লোক,অভিযুক্তরা আইন কানুন ও সামাজিক বিচার পঞ্চায়েতের দ্বার ধারেন না৷ উল্লেখিত আব্দুল মালিক তার অবৈধ ফায়দা হাসিলের লক্ষ্যে একই এলাকার বনকাদি পুর গ্রামের ইছন উল্লার পুত্র বহুল আলোচিত সমালোচিত আলী হোসেন ওরফে আলী বিডি নামের যুবককে গত ২৯ ডিসেম্বর সকাল ১০টায় ভাড়া করে এনে তার মাধ্যমে বহরমপুর গ্রামস্থ দারুসসুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী আঃ নাসির এর নিকট থেকে এক লক্ষ টাকা চাঁদাদাবী করে প্রবাসীর নিকট থেকে উক্ত দাবীকৃত টাকা আলী ও আঃ মালিককে এনে দেবার জন্য অভিযোগ দায়েরকারী আজির উদ্দিনকে চাপ সৃষ্টি করেন তারা৷ অন্যতায় উক্ত মাদ্রাসা, গ্রামের কবরস্থান সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে ফেসবুক মানহানিকর সংবাদ (পোস্ট) করার হুমকি দেন আলী বিডি৷ উক্ত দাবীকৃত টাকা দিতে অপারগতা প্রকাশ করায ঘটনার দিন দুপুরেই আলী হোসেন ক্ষুব্ধ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নামীয় ও ব্যবহৃত আইডি আলী বিডি নিউজ এর ফেসবুক টাইমলাইনে আক্রোশ মূলকভাবে একটি স্টাটাস দেন আলী হোসেন, “নবীগঞ্জের বহরমপুর গ্রামে মসজিদের পাশে কবরস্থানের জায়গার উপর মাজার বানানোর নামে জায়গা জবর দখলের অভিযোগ ” উক্ত স্ট্যাটাসটি ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়,এতে অনেকেই বিভিন্ন ধরনের মন্তব্য করেন৷ উক্ত ভূয়া সংবাদ পরিবেশন করায় গ্রামবাসীর ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয় এমনকি গ্রামের মানহানি ও ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়৷ উক্ত স্ট্যাটাস দিয়েও আলী শান্ত হননি, বিভিন্ন মাধ্যমে নানা ধরনের হুমকি ধামকিতে লক্ষ টাকা চাঁদা দাবী পুরণ না হলে নানা ধরনের হুমকি প্রদর্শন করায় এই দিন ঘটনার রাতেই আজির উদ্দিন বাদী হয়ে অভিযুক্ত আলী হোসেন ওরফে আলী বিডি ও আব্দুল মালিকের বিরুদ্ধে বহরমপুর গ্রামবাসীর পক্ষথেকে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন৷
এব্যাপারে নবীগঞ্জ থানার ওসি মোঃ আজিজুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আইনের উর্ধ্বে কেহ নন,অভিযোগ পেয়েছি, তদন্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি জানান৷ এনিয়ে এলাকার সচেতন মহলের অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, আলী বিডি নামের ব্যক্তি সে নিজেকে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার বড় সাংবাদিক পরিচয় দেন,কখনো কখনো ক্ষমতাসীন দলের পরিচয় ও নেতাদের সাথে সেলফি তোলে নানা অপরাধ কর্মকাণ্ড চালিয়ে সাধারণ লোকজনকে হয়রানী করে আসছেন আলী বিডি ৷ তার বিরুদ্ধে এছাড়াও রয়েছে অহরহ গুরুতর অভিযোগ, এব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগীরা৷