ফেসবুকে সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট দিলেই আইনের আওতায়, বিমান প্রতিমন্ত্রী

প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২২

জামাল হোসেন লিটন,চুনারুঘাট (হবিগঞ্জ)।।
তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে। অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ না থাকলে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে বাংলাদেশ গড়ে উঠবে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ সৃষ্টি হয়েছে। এ সুন্দর পরিবেশ যদি কেউ বিনষ্ট করতে চায় তাদেরকে ছাড় দেয়া হবে না। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে ফেসবুক ও অন্যান্য মাধ্যমে একটি কুচক্রী মহল উস্কানিমূলক বক্তব্য দেয় তাদের ব্যাপারে প্রশাসনকে সজাগ থাকতে হবে। ফেসবুকে উস্কানিমূলক দিলেই আইনের আওতায় আনা হবে। এমন বক্তব্য দিয়েছেন শুক্রবার বিকেলে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা মিলনায়তনে বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এ্যাডভোকেট মাহবুব আলী এমপি। তিনি আরো বলেন চুনারুঘাট চা বাগান অধ্যুষিত একটি উপজেলা এ উপজেলায় যাতে শারদীয় দুর্গোৎসব সুন্দর ও নিরবিচ্ছিন্ন ভাবে উদযাপন করা হয় সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকতে হবে। উপজেলা সামাজিক সম্প্রীতি সমাবেশে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু তাহের মহালদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার, আব্দুস সামাদসহ অনেকেই।




error: Content is protected !!