ফ্রান্সে মহানবীর ব্যঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে লালমোহনে জুমার নামাজ শেষে সম্পূর্ণ শান্তিপূর্ণ ভাবে মুসল্লিদের পক্ষ থেকে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২০

লালমোহন প্রতিনিধিঃ

ফ্রান্সে মহানবী হযরত মোহাম্মদ (স:) এর ব্যাঙ্গত্নক কার্টুন প্রকাশ করাসহ ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো তা সমর্থন করায় লালমোহনে জুমার নামাজ শেষে সম্পূর্ণ শান্তিপূর্ণ ভাবে মুসল্লিদের পক্ষ থেকে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ৩ অক্টোবর জুমাবাদ পৌরসভার বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিনরা বিক্ষোভ মিছিল নিয়ে লালমোহন বাজরের মুক্তিযোদ্ধা এভিনিউতে সমাবেশে যোগ দেন । বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন ফ্রান্সে তৈরী সকল ধরনের পণ্য আমরা বয়কট করবো।
ফ্রান্স সরকারের পৃষ্ঠপোষকতায় ইসলামের উপর বারবার আঘাত করা হয়। তারা ইসলামের বিরুদ্ধে সবসময় ষড়যন্ত্র করে যাচ্ছে। এদের বিরুদ্বে সারা বিশ্বের মুসলমানগন একত্রিত হয়েছে। এ কারনে লালমোহনের মুসল্লিনরা সারা বিশ্বের সাথে একতাবদ্ব হয়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করছেন। সমাবেশে লালমোহনে পৌরসভার সকল জুমার মসজিদের ইমাম, মোয়াজ্জেম ও মুসল্লিরা অংশগ্রহণ করেন।




error: Content is protected !!