নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে নির্বাচনী প্রচার প্রচারণা শেষ হয়ে গেছে। এই আসনে সংসদ সদস্য প্রার্থীরা শীত উপেক্ষা করে অবিরাম গণসংযোগ করে ভোট প্রার্থনায় ব্যস্ত থাকতে দেখা গিয়েছে। এই আসনে ভোটের মাঠে নৌকার সাথে ঈগলের লড়াই অনেকটা স্পষ্ট বোঝা যাচ্ছে। নৌকা নিয়ে লড়ছেন ১৪ দলের শরিক জাসদ জেলা সভাপতি একেএম রেজাউল করিম তানসেন। আর ঈগল নিয়ে লড়ছেন বিএনপি দলীয় ৪বারের সাবেক সংসদ সদস্য ডা. জিয়াউল হক মোল্লা। তার পক্ষে নির্বাচনী মাঠে নেমেছেন আওয়ামী লীগ, বিএনপি ও জাসদসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা। যে কারণে ১৪ দলীয় জোট প্রার্থী একেএম রেজাউল করিম তানসেন নৌকা নিয়েও অনেক বেগ পেতে হচ্ছে। তার সবচেয়ে বড় সমস্যা দেখা যাচ্ছে আওয়ামী লীগ ও জাসদের বেশিরভাগ নেতাকর্মী তার পাশে নেই। তবুও তিনি বিজয়ের লক্ষ্য নির্বাচনী মাঠে নৌকা নিয়ে ছুটে চলেন। এদিকে স্বতন্ত্র প্রার্থী বিএনপি দলীয় ৪বারের সাবেক সংসদ সদস্য ডা. জিয়াউল হক মোল্লা সুবিধাজনক অবস্থানে থেকে তার ব্যাপক জনপ্রিয়তা, বিগতদিনে এলাকার বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কাজে অবদান রাখাসহ ব্যক্তিগত ইমেজ কাজে লাগিয়ে ঈগল নিয়ে বিজয়ের লক্ষ্যে নির্বাচনী মাঠে ভোট প্রার্থনা করেছেন। সেই কারণে জনপ্রিয়তার দৌড়ে তিনিই এগিয়ে রয়েছেন।
এছাড়াও জাতীয় পার্টি প্রার্থী শাহীন মোস্তফা কামাল ফারুক লাঙ্গল, বাংলাদেশ কংগ্রেস প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম ডাব, গণতন্ত্রী পার্টি প্রার্থী মঞ্জুরুল ইসলাম কবুতর ও স্বতন্ত্র প্রার্থী মোশফিকুর রহমান কাজল ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে রয়েছে। এলাকার ভোটারদের সাথে কথা বলে জানা যায়, মূলত নৌকার সাথে ঈগলের লড়াই হবে।
বাংলাদেশ নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি ইতোমধ্যেই গ্রহণ করেছে। সেই সাথে ভোটারদের ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগের উদ্যোগও নিয়েছে। এখন দেখার বিষয় কাহালু-নন্দীগ্রামবাসী কাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করে। এই চূড়ান্ত ফলাফল জানতে ৭ জানুয়ারি ভোটের দিন ভোট গণনা পর্যন্ত অপেক্ষা করতে হবে।