বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে টেকনাফ উপজেলা ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচী পালিত
ওসমান আল হুমাম, কক্সবাজার জেলা প্রতিনিধি।
বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি-সাধারণ সম্পাদকের নির্দেশনার আলোকে টেকনাফ উপজেলা ছাত্রলীগ নেতা প্রশান্ত কুমার আচার্য্য পলাশ এর নেতৃত্বে বৃক্ষরোপন কর্মসূচী পালন করেছে টেকনাফ উপজেলা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
গতকাল ১৫ জুলাই বিকালে হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শতাধিক গাছের চারা বিতরণ ও রোপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা ছাত্রলীগের আওতাধীন হোয়াইক্যং ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল হাসান রবি, সহ-সভাপতি ফরহাদ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক শাহীদুল মোস্তফা শহীদ, সাবেক সহ-সভাপতি লতিফ আহমদ, বাহারছড়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, টেকনাফ পৌরসভা ছাত্রলীগ কর্মী আরিফ মোহাম্মদ আনাস, ওবাইদুল ইসলাম বাদল, শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ হোয়াইক্যং ইউনিয়ন শাখার সাবেক সহ-সভাপতি আবু ছিদ্দিক আতিক, যুবলীগ কর্মী রূপন শর্মা, জয়নাল উদ্দিন প্রমুখ।
ওসমান আল হুমাম, কক্সবাজার জেলা প্রতিনিধি।
০১৮১৯-৯৯৫৫২৮